Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

করোনায় মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩১, ২০২০, ১২:১৩ পিএম


করোনায় মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধের বেঙ্গল প্লাটুন কমান্ডার ও এলডিপি (অলি) প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলডিপিনেতা সালাউদ্দিন রাজ্জাক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা বেঙ্গলের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গঠিত প্রথম দল জনদলের মাধ্যমে ইসমাইল হোসেন বেঙ্গলের রাজনৈতিক জীবন শুরু হয়।

জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হলে তিনি দলে যোগ দেন এবং এই দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালের নির্বাচনে সাবেক চাঁদপুর-৬ (বর্তমানে চাঁদপুর-৪) এবং ঢাকা-১০ (রমনা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান তিনি।

আমারসংবাদ/এআই