Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

রাজশাহীতে চাঙা হচ্ছে জাতীয় পার্টি

জনাব আলী, রাজশাহী

সেপ্টেম্বর ২১, ২০২০, ১০:১৮ এএম


রাজশাহীতে চাঙা হচ্ছে জাতীয় পার্টি

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে সারা দেশেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। যেসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যোগ্য দলীয় প্রার্থী পাওয়া যাবে তাদেরকে দলীয় মনোনয়ন দেয়ার পরিকল্পনা রয়েছে। এ দুই নির্বাচন ঘরে তৃণমূলকে সক্রিয় করতে মাঠে নামছেন নেতারা।
রাজশাহীতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের চাঙা হতে দেখা যাচ্ছে।

গত মার্চ মাসে রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। এক গ্রুপের দেওয়া তালা ভেঙে আরেক গ্রুপের কার্যালয় দখল-পাল্টা দখলের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় কমিটির প্রতি নানা অভিযোগ তুলে রাজশাহী নগর জাপার প্রায় পাঁচ শতাধিক নেতা গণপদত্যাগ করেন। এরপর কেন্দ্র থেকে ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির আহবায়ক সাইফুল ইসলাম স্বপন এবং সদস্য সচিব ড. আবু ইউসুব সেলিম। এই কমিটি বর্তমানে কার্যক্রম চালাচ্ছে।

নগর কমিটির সদস্য সচিব ড. আবু ইউসুব সেলিম বলেন, নগরে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। করোনাকালিন স্বাস্থ্য বিধি মেনে সংগঠনের কর্মকান্ড চালানো হচ্ছে। তিনি আরও বলেন, নগরীতে সাতটি থানা ও ৩০টি ওয়ার্ড ইউনিট রয়েছে। এসব ওয়ার্ড ইউনিট কমিটি গঠনের কার্যক্রম চলছে। শীঘ্রই সব ইউনিট কমিটি করার পর মহানগরের সম্মেলন করা হবে।

জানা গেছে, স্থানীয় সরকারের এ নির্বাচনে জাতীয় পার্টি সাংগঠনিক সক্ষমতার পরিচয় দিতে চায়। এজন্য জনপ্রিয় দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেয়া হবে। যেসব এলাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছেন এবং সাংগঠনিক অবস্থাও শক্তিশালী সেসব স্থানের প্রার্থী জয়ী করতে বিশেষ উদ্যোগও নেবে দলটি।

নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হতে যাচ্ছে। দলীয় প্রতীকে একেবারেই তৃণমূল পর্যায়ে ভোট হওয়ায় এ নির্বাচনে দলের মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ আসছে। ওই সুযোগ কাজে লাগাতে সব ধরনের কৌশল নিয়ে মাঠে নামবে নেতারা। দলীয় তৎপরতাও বাড়ানো হবে।

আমারসংবাদ/এমআর