Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

চলছে ২০ দলীয় জোটের দ্বিতীয় দিনের হরতাল

মার্চ ২৩, ২০১৫, ০৫:৫৫ এএম


চলছে  ২০ দলীয় জোটের  দ্বিতীয় দিনের হরতাল

 

টানা অবরোধের মধ্যে দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার দ্বিতীয় দিনের হরতাল চলছে। রোববার ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার ভোর ৬টায় শেষ হবে এই হরতাল।

শনিবার জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এক বিবৃতিতে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি, গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারী হারে গ্রেফতার বন্ধের দাবিতে হরতালের এ কর্মসূচি দেয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
গত সাত সপ্তাহ ধরে লাগাতার অবরোধের মধ্যে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট।

বুলু বলেন, সুপরিকল্পিতভাবে সন্ত্রাস করে আওয়ামী শাসকেরা আজ সন্ত্রাস দমনের নামে বিরোধী দল নির্মূলের অপকৌশল বেছে নিয়েছে। তাদের উচ্চ মহলের নির্দেশে সারা দেশে প্রতিদিনই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী-সমর্থকদেও গ্রেফতার এবং অপহরণ করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। মিথ্যা গল্প সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে।

জোটের নেতাকর্মী ও দেশবাসীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি নিজ নিজ এলাকায় সফলভাবে বাস্তবায়নের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয় বিবৃতিতে।

অবরোধ ও হরতালকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে। দেশের অন্যান্য নগর মহানগর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা চোখে পড়ার মতো।
এছাড়া অবরোধ-হরতালে যে কোন সহিংসতা মোকাবেলায় পুলিশ-র‌্যাবের পাশাপাশি সারা দেশে বেশ কয়েক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।