Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নির্বাচন কমিশনকে সরকার কাজ করতে দিচ্ছে না

এপ্রিল ১৭, ২০১৫, ০২:২৯ পিএম


নির্বাচন কমিশনকে সরকার কাজ করতে দিচ্ছে না

 নির্বাচন কমিশনকে সরকার নিরপেক্ষভাবে কাজ করতে দিচ্ছে না। ভোটের সাত দিন আগে সেনা মোতায়েন করা না হলে ধরে নিতে হবে—সরকার সুষ্ঠু নির্বাচন চায় না।’

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচার পরিচালনায় গঠিত সমন্বয় কমিটির এক বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এ সব কথা বলেন। নির্বাচনী আচরণবিধি তদারকিতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হলেও তাদের চোখে দেখা যায় না বলে এ সময় তিনি অভিযোগ করেন।

আ স ম হান্নান শাহ বলেন, ‘গতকাল একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। নির্বাচন কমিশনে মানুষ আছেন। তারা সব কিছু চোখে দেখছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে দেয়া হয়েছে। কোনো প্রতিকার নেই।’

হান্নান শাহ বলেন, ‘মন্ত্রী ও সাংসদরা সরকারি সুযোগ-সুবিধা নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন।’

হান্নান শাহ সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা পেশিশক্তিতে বিশ্বাস করি না, ব্যালটে বিশ্বাস করি বলেই এই নির্বাচনে এসেছি। তাই এখনো বলছি—নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করুন। প্রার্থী ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধ করুন, প্রচারণায় সমান সুযোগ সৃষ্টি করুন।’

সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, মনিরুল হক চৌধুরী, নিতাই রায় চৌধুরী, আবদুল হাই, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, শাহজাহান মিলন, শাহজাদা মিয়া, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, জোট নেতা ফরিদুজ্জামান ফরহাদ, সাইফুদ্দিন মনি, আবুল কাশেম, শামসুদ্দিন পারভেজ প্রমুখ।