Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দক্ষিণের বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা

এপ্রিল ২৯, ২০১৫, ০৬:০২ এএম


দক্ষিণের বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সর্বশেষ ঘোষিত ফলাফলে বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন—

আনিসুর রহমান-২, মাহমুদ হোসেন-৩, গোলাম হোসেন-৪, সিরাজুল ইসলাম বাপ্পী-৬, আব্দুল বাসেত-৭, মো. সুলতান মিয়া-৮, মমিনুল হক-৯, মারুফ আহমেদ মনসুর-১০, হোসেন হায়দার-১৬, সালাউদ্দিন আহমেদ-১৭, এম এ হামিদ খান-২১, মোশাররফ হোসেন-২৪, হাজী দেলোয়ার হোসেন-২৫, হাসিবুর রহমান-২৬, ওমর বিন আবদুল আজিজ-২৭, আনোয়ার হোসেন পারভেজ-২৮, হাজী মো. জাহাঙ্গীর আলম-২৯, মো. হাসান-৩০, হাজী আবু মো সাইদ-৩৫, রঞ্জন বিশ্বাস-৩৬, আবদুর রহমান নিয়াজী-৩৭, আবু আহমেদ মান্নাফি-৩৮, মাইনুল হক মঞ্জু-৩৯, মকবুল ইসলাম-৪১, মো. সেলিম-৪২, আরিফ হোসেন-৪৩, আবদুল শাহেদ মন্টু-৪৪, আব্দুল কাদির-৪৫, মো. শহীদুল্লাহ-৪৬, নাছির আহমেদ ভূঁইয়া-৪৭, বাদল হায়দার-৪৯, মো. হোসেন-৫৬, সাইদুল ইসলাম-৫৭।

মঙ্গলবার রাত সোয়া ৩টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির নির্বাচনী কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।

ডিএসসিসির নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র পদে সর্বশেষ ফলাফলে ৪ লাখ ৮৯ হাজার ২১৬ ভোট পেয়ে এগিয়ে আছেন ইলিশ মাছ প্রতীক নিয়ে সাঈদ খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মগ প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৯৩৯ ভোট।