Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের তালা

এপ্রিল ৩০, ২০১৫, ০৫:১৩ এএম


নেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের তালা

 নিজ দলের নেতাদের ওপর ক্ষিপ্ত হুসেইন মুহম্মদ এরশাদ এবার তালা দিলেন তারই দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন তিনি। জাতীয় পার্টির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে পার্টির রাজধানীর পাইওনিয়ার রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের নির্দেশে তালা লাগানো হয়। বুধবার সেখানে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় অনেকে অফিসে গেলেও তালা দেখে ফিরে গেছেন। কেউ কেউ নিরাপত্তা কর্মীকে তালা খোলার জন্য নির্দেশ দিলেও তালা খোলা হয়নি। নিরাপত্তা কর্মী তাদের জানিয়েছে, আমাকে তালা খুলতে নিষেধ করা হয়েছে।
 
সেদিনে অফিসে প্রবেশ করার সময় এরশাদ বলেন, কেউ পার্টির চাঁদা দেয় না। আনিস (প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ), এমএ হান্নান (প্রেসিডিয়াম সদস্য), তাজ রহমান (প্রেসিডিয়াম সদস্য) ছাড়া কেউ সহযোগিতা করে না। অনেকে কর্মসূচিতেও আসে না। এ সময় এরশাদ বলতে থাকেন- এই কার্যালয়ে দালালদের ঠাঁই হবে না। এখানে যেন কোন দালাল প্রবেশ না করে। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রচারণায় নেতাদের অংশ না নেওয়ায় কারণেও ক্ষোভ প্রকাশ করেছিলেন এরশাদ। এর ৩৬ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়।