Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘বিশিষ্ট ১০ ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেবে সরকার’

মে ২১, ২০১৫, ১০:৪০ এএম


‘বিশিষ্ট ১০ ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেবে সরকার’

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ দেশের বিশিষ্ট ১০ ব্যক্তিকে সরকার বিশেষ নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন ‘এসব ঘটনার সঙ্গে আনসারুল্লাহ বা যেই জড়িত থাক আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে দেশের গোয়েন্দারা এ নিয়ে কাজ করছেন। অনুসন্ধান শেষে আমরা বলতে পারব কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।’

এর আগে বুধবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ ১০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদা-আনসারুল্লাহ বাংলাটিম-১৩। সংগঠনটি ডাকযোগে পাঠানো ইংরেজিতে লেখা একটি চিঠিতে এ হত্যার হুমকি দেয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব মানুষেরই নিরাপত্তার দায়িত্ব রয়েছে আমাদের। তবে তাদের যেহেত‍ু হুমকি দিয়েছে, সে কারণেই তাদের নিরাপত্তায় গুরুত্ব দেয়া হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্লগারদের হত্যা আর দেশের বিশিষ্ট ১০ জনকে হত্যার হুমকির মধ্যে ভিন্নতা থাকতে পারে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশিষ্ট ১০ ব্যক্তি দেশ ও স্বাধীনতার কথা বলেন। আর যারা হুমকি দিচ্ছে তারা স্বাধীনতা ও দেশের অগ্রগতির বিপক্ষে। তবে ব্লগার হত্যা আর ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার  হুমকির মোটিভ ভিন্ন হতে পারে। এর পেছনে যে সংগঠনই জড়িত থাকুক না কেন অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।     

রোহিঙ্গাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ বলে দুই লাখ, কেউ বলে তিন লাখ; প্রকৃতপক্ষে বাংলাদেশে পাঁচ লাখ রোহিঙ্গা রয়েছে। কক্সবাজার, রাঙ্গামাটিসহ তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে।’ সমুদ্রে ভাসমান অভিবাসীদের সম্পর্কে তিনি বলেন, ‘এরা সবাই রোহিঙ্গা। জীবন বাঁচাতে তারা অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা রয়েছে। তবে বাংলাদেশের দু-একজন জেলে যেতে পারে। মানবপাচারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

ভারতের মেঘালয় রাজ্যে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে আসাদুজ্জামান খান বলেন, ‘সালাহ উদ্দিন কীভাবে ভারতে গেলেন, সে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব ভারত সরকারেরই।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার করা হবে।’