Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গাজীপুরে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি

ডিসেম্বর ২৬, ২০১৪, ০৯:০০ এএম


গাজীপুরে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি

  ২০ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার দুপুর ২টা থেকে গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশিদ।

এসপি আরো জানান, আমরা দু পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি। তবে সমঝোতা না হওয়ায় ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামীকাল শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে জেলা বিএনপি সমাবেশের ডাক দেয়। একই স্থানে পাল্টা জনসভার ডাক দিয়ে ছাত্রলীগ বলেছে, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। এর আগে বাংলাদেশের কোথাও খালেদা জিয়াকে সমাবেশ করতে দেওয়া হবে না।