Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশব্যাপী ২০ দলের হরতাল চলছে

ডিসেম্বর ২৯, ২০১৪, ০৫:০১ এএম


দেশব্যাপী ২০ দলের হরতাল চলছে

  সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী হরতাল আজ সোমবার সকাল ৬ টায় শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

হরতাল সফল করতে বিএনপি-জামায়াতসহ জোটের শরীক দলগুলো পৃথক পৃথক বিবৃতিতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিএনপি-জামায়াত। হরতালকে কেন্দ্র করে রাজধানীর কয়েক জায়গায় গাড়ি ভাঙচুর, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরে জনসভা করতে না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচিতে ২০ দলের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, এই জোটের শীর্ষ নেতাদের ওপর মামলার প্রতিবাদে এবং গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ, নাসির উদ্দিন পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

অ্যাম্বুলেন্স, ওষুধের গাড়ি, সংবাদপত্রের গাড়ি, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে।