Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সরকারের কাছে খালেদা জিয়ার ৭ প্রস্তাব

ডিসেম্বর ৩১, ২০১৪, ০১:৪৬ পিএম


সরকারের কাছে খালেদা জিয়ার ৭ প্রস্তাব

  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে একটি নতুন নির্বাচনের লক্ষ্যে সরকারের কাছে ৭ টি প্রস্তাব পেশ করেছেন।

বুধবার সন্ধ্যায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাবগুলো তুলে ধরেন।
খালেদা জিয়ার প্রস্তাবগুলো হলো-

১. নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন হতে হবে
২. নির্বাচনের তারিখ ঘোষণার আগে সকল পক্ষের মতৈক্যের ভিত্তিতে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। যাতে আরপিও সংশোধন এবং নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায় থেকে দলীয় লোকজনকে সরিয়ে দিতে হবে। ভোটার তালিকার ত্রুটি বিচ্যুতি দূর করতে হবে।
৩. নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
৪. নির্বাচনের অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে।
৫. নির্বাচনী প্রচারণা শুরুর আগে সারা দেশ থেকে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। পক্ষপাত দুষ্ট ও চিহ্নিত কর্মকর্তাদের প্রত্যাহার ও অথবা দায়িত্ব থেকে সরাতে হবে।
৬. রাজবন্দিদের মুক্তি দিতে হবে, সব রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
৭. বন্ধ সকল সংবাদপত্র ও স্যাটেলাইট টিভি চ্যানেল খুলে দিতে হবে। মাহমুদুর রহমানসহ সব সাংবাতিদককে মুক্তি দিতে হবে।