Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২০, ০২:৪০ পিএম


শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক বুধবার

বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের  বৈঠক বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

রোববার (২২ নভেম্বর) দলটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের স্বার্থ সংরক্ষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কৃতজ্ঞতা প্রকাশ করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের প্রতি।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জাতীয় সংসদে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অটো পাস দেওয়ার সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে জি এম কাদের বলেন, অফিস-আদালত, মিল-কারখানা, দোকানপাট, যানবাহন, হাট-বাজার কোনো কিছুই বন্ধ রাখা হচ্ছে না। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা দেখি না। আমি মনে করি, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত।

তিনি বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবে গত মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ এবং অটো পাস সিস্টেম চালু করা হয়েছে। তার মতে, শিক্ষার মতো মৌলিক গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রাখার নামে দেশ ও জাতির ভবিষ্যৎ ব্যাহত করা হচ্ছে। এটা কখনই মঙ্গলজনক নয়। পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে সবাইকে অটো পাস দিয়ে মেধাবী ছাত্রদের প্রতি অবিচার করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা অটো পাস চায় তাদের অটো পাসের সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা ক্লাস করতে চায়, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। যারা পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। এটাকে ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার নয়। শিক্ষা মন্ত্রণালয় একটু চেষ্টা করলে করতে পারে।

আমারসংবাদ/জেআই