Amar Sangbad
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫,

করোনার কবলে আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২০, ০৫:২৫ পিএম


করোনার কবলে আসাদুজ্জামান নূর

সাবেক সংস্কৃতিমন্ত্রী, জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নূর ভাই আজকে রাতে (বৃহস্পতিবার) করোনা আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পেয়েছেন। তিনি এখন বাসাতেই আইসোলেশনে আছেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। বেশ কয়েকবারের সংসদ সদস্য নূর শেখ হাসিনার সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। 

বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য। এছাড়া ৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর একইসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

আমারসংবাদ/জেডআই