Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

১০ ডিসেম্বর বসবে পদ্মাসেতুর শেষ স্প্যান: আশা কাদেরের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২০, ০৪:১০ পিএম


১০ ডিসেম্বর বসবে পদ্মাসেতুর শেষ স্প্যান: আশা কাদেরের

স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর; এমনটাই আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ স্প্যানটি বসলেই দেখা যাবে পুরো পদ্মাসেতু। 

এছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার (৪ ডিসেম্বর) সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কাদের।

এদিকে আজ শুক্রবার বসেছে পদ্মাসেতুর ৪০টি স্প্যান। আর মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে সেতুটি। আর সেই স্প্যানটি চলতি মাসের ১০ তারিখের মধ্যেই বসবে বলে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের।

তিনি বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে।

আমারসংবাদ/জেডআই