Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

যুবলীগ চেয়ারম্যান পরশ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২০, ২০২১, ১০:১০ এএম


যুবলীগ চেয়ারম্যান পরশ করোনায় আক্রান্ত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক জয়দেব নন্দী দাস।

তিনি বলেন, করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিলে গতকাল (মঙ্গলবার (১৯ জানুয়ারি) আমাদের চেয়ারম্যান শেখ পরশের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছেন।

শেখ ফজলে শামস পরশ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, মঙ্গলবার যাত্রাবাড়ী দনিয়া কলেজ মাঠে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আমারসংবাদ/জেআই