Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

আ.লীগ নেতা আবুল হাসনাতের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ১১:৩৫ এএম


আ.লীগ নেতা আবুল হাসনাতের ইন্তেকাল

না ফেরার দেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। 

এছাড়া মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে আবুল হাসনাতের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

এর আগে তিনি দীর্ঘদিন বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আমারসংবাদ/জেডআই