Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘নির্বাচন কমিশনারদের সমন্বয়হীনতায় জনগণের আস্থায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৩:২০ পিএম


‘নির্বাচন কমিশনারদের সমন্বয়হীনতায় জনগণের আস্থায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে’

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, একটি চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশের রিুদ্ধে চক্রান্ত করছে। এই চক্রকে যে কোন মূল্যে রুখে দিতে হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের ৪ বছর পূর্ণ হলো। অথচ সংস্থাটি এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই স্থানীয় নির্বাচনে কোন আমেজ নেই। সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বলেছেন, দেশের ‘ভালোর জন্য’ তিনি যেকোনো মুহূর্তেই পদত্যাগ করতে প্রস্তুত। চার বছর মেয়াদ পূর্ণ করে এখন তিনি কেন এমন কথা বলছেন, তা আমাদের বোধগম্য নয়। নির্বাচন কমিশনারদের এ ধরনের সমন্বয়হীনতায় জনগণের আস্থা ও বিশ্বাসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। 

বিবৃতিতে তারা আরো বলেন, দেশ খুন ও নারী ধর্ষণ এখন মহামারীতে রূপ নিয়েছে। এসব বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।

আমারসংবাদ/জেআই