Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

যে কারণে যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:০৫ পিএম


যে কারণে যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথম সফরে গেলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনদিনের সফরে সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

এর আগে, সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং চেয়ারম্যান অব দি সেনেট ফরেন রিলেশন্স কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি।

আব্দুল মোমেন বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে নতুন সরকারের সঙ্গে আমরা সম্পর্কের উন্নয়ন চাই। আমি ব্রড বেইজড আলাপ কররো। তারা নতুন একটা ফরেন পলিসি দিয়েছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ এখানে ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। সেসব আমরা তাদের তুলে ধরবো। 

এসময় পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে ব্রিফিংয়ের পরিকল্পনাও রয়েছে তার। 

আমারসংবাদ/জেডআই