Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনার টিকা নিয়ে চসিক মেয়র; ‘যারা গুজব ছড়াচ্ছে তারাই নিয়মিত টিকা নিচ্ছেন’

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২, ২০২১, ১০:৫০ এএম


করোনার টিকা নিয়ে চসিক মেয়র; ‘যারা গুজব ছড়াচ্ছে তারাই নিয়মিত টিকা নিচ্ছেন’

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে নগরীর সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে মেয়র রেজাউল করিমকে টিকা প্রদান করেন হাসপাতাল মেডিক্যাল টেকনোলজিস্ট আশীষ বর্ধন। 

এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ। 

দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করায় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

টিকা গ্রহণ শেষে মেয়র বলেন, আমি নগরের অভিভাবক হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেছি, আপনারাও নিয়ম মেনে টিকা নিন। বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্র যেখানে এখনো ভ্যাকসিন পায়নি সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে, যা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

করোনা ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, টিকা নিয়ে কোন গুজবে কান দিবেন না। যারা গুজব ছড়াচ্ছে তারাও নিয়মিত টিকা নিচ্ছেন।

আমারসংবাদ/জেডআই