Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

বনানী কবরস্থানে চিরঘুমে এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২১, ০৪:৩০ পিএম


বনানী কবরস্থানে চিরঘুমে এইচ টি ইমাম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বেলা দেড়টায় দিক প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। 

পরে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতিপ্রতীম সংগঠন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আখতারুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা এইচ টি ইমামের প্রতি শ্রদ্ধা জানান। 

প্রসঙ্গত, বুধবার রাত ১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আমারসংবাদ/জেডআই