Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

“দুধ দিয়ে সাপ পুষলে তার ফল কখনও শুভ হয় না”

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২১, ০৬:০০ এএম


“দুধ দিয়ে সাপ পুষলে তার ফল কখনও শুভ হয় না”

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “দুধ দিয়ে সাপ পুষলে তার ফল কখনও শুভ হয় না। বিএনপি, জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা। সাম্প্রদায়িক অপশক্তি দমনে কোনো আপস নয়।”

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ এপ্রিল) ১৪ দলের এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন।

আলোচনা সভায় আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আলোচনায় অংশ নেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেন, “নীতির প্রশ্নে শক্তভাবে দাঁড়ালে কোনো অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। ২০১৩ সালের ৫ মে তাণ্ডবের পরই হেফাজত প্রশ্নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ ছিল”।

আমারসংবাদ/এআই