Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ছয় মাস ২১ দিন পর বিএনপি কার্যালয়ে রিজভী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২১, ০৬:০৫ এএম


ছয় মাস ২১ দিন পর বিএনপি কার্যালয়ে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছয় মাস ২১ দিন পর আজ বুধবার (৬ অক্টোবর) দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে, গত ১৬ মার্চ সবশেষ কার্যালয়ে আসেন তিনি।

গত ১৬ মার্চ করোনা পজিটিভ হয় রিজভীর। এরপর তিনি দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়। এরপর করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন। বাসায় বসেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিনতলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন দলীয় কার্যালয়ে আসেননি রুহুল কবির রিজভী।

আমারসংবাদ/এমএস