Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নাগরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আ.লীগ নেতা বহিষ্কার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২২, ০৮:০৫ এএম


নাগরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আ.লীগ নেতা বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ নেতাসহ ৩ জনকে বহিস্কার করা হয়েছে। গত ২৮ নভেম্বর (২০২১) তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযুক্তদের দল থেকে উক্ত বহিষ্কার আদেশ দেওয়াা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বহিস্কৃত আওয়মীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতা সহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। বর্তমান বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগ ধর্মীয় বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন সহ দফতর সম্পাদক মোঃ শামীম আনসারী এবং ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মোকছেদুর রহমান রিপন।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নির্দেশে তদন্ত সাপেক্ষে তাদেরকে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক উপজেলা  আওয়ামীলীগের সহ সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বহিস্কার সহ অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, এখন পর্যন্ত নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এর মোট ৫৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা সহ শুদ্ধি অভিযান চলমান রয়েছে।