Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

দেশে দারিদ্র্যের হার ২৪.৭ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

জানুয়ারি ২৩, ২০১৫, ০৫:৪৭ এএম


দেশে দারিদ্র্যের হার ২৪.৭ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

 
দেশে মানুষের গড় আয়ু বাড়ছে এবং দারিদ্র্যের হার কমছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।

দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০১৪ সালের প্রাক্কলিত হিসাব অনুযায়ী দেশে দারিদ্যের হার শতকরা ২৪ দশমিক ৭ ভাগ।

তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানাভিত্তিক আয় ও ব্যয় জরিপ ২০১০ অনুযায়ী দেশে দারিদ্রের হার শতকরা ৩১ দশমিক ৫ ভাগ, যা  ২০০৫ সালে ছিল শতকরা ৪০ ভাগ।

এম আবদুল লতিফের লিখিত এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, পরিসংখ্যান ব্যুরোর স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম ২০১৩ সালের ফল অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু ৭০ দশমিক ১ বছর। ২০১২ সালের এটা ছিল ৬৯ দশমিক ৪ বছর, যা তার আগের বছর ছিল ৬৯ বছর।