Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরই থাকছে

জানুয়ারি ৩০, ২০১৫, ০৫:৪৭ এএম


সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরই থাকছে

  

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের এক সদস্যের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার পরিকল্পনা আপাততঃ নেই।”

সরকারি দলের আরেক সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নন-ক্যাডার ১ম শ্রেণির বিভিন্ন পদে ৪ হাজার ২৫৬ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৯০৮ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে চাহিদার প্রেক্ষিতে নিয়োগ দেওয়া হয়।

এ মন্ত্রণালয়ের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারি ডেন্টাল সার্জন পদে ৯ হাজার ১২৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।