Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১, ২০১৫, ১১:১৩ এএম


অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা একাডেমিতে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করেন। তিনি একইসঙ্গে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান স্বাগত বক্তব্য প্রদান করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকসহ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কবি ও লেখকেরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আগত লেখকেরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া ৬ জন কবি ও সাহিত্যিকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কবিতায় শিহাব সরকার, কথাসাহিত্যে জাকির তালুকদার, প্রবন্ধে শান্তনু কায়সার, গবেষণায় ভূঁইয়া ইকবাল, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, আত্মজীবনীতে মঈনুস সুলতান ও শিশুসাহিত্যে খালেক বিন জয়েনউদদীন এ বছর বাংলা একাডেমি পুরস্কার পান।