Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বিমানের ১০ কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ডিসেম্বর ৬, ২০১৪, ১১:২৭ এএম


বিমানের ১০ কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

  হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানের কার্গো থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় ১০ বিমান কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

বিমান বন্দর থানায় এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৩ (৫ ডিসেম্বর, ২০১৪)।

মামলার তদন্ত কর্মকর্তা বিমান বন্দর থানার এসআই সালাম মামলা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের দশ কর্মকর্তা হলেন, বাংলাদেশ বিমানের সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মাসুদ, সিকিউরিটি অফিসার কামারুল হাসান, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহ আহমেদ, মজিবর রহমান, অ্যাসিসট্যান্ট এয়ারক্রাফট মেকানিক আনিস উদ্দিন ভুঁইয়া, প্রকৌশল হ্যাংগারের মেকানিক ওসমান গণি, জুনিয়র ইন্সপেকশন অফিসার শাহাজাহান সিরাজ, রায়হান আলী ও মাকসুদ।

প্রসঙ্গত, গত বছরের ২৪ আগস্ট বিমানের কার্গো থেকে ১২৪ কেজির বড় একটি স্বর্ণের চালান আটক করে কাস্টমস। এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত দল। এদের মধ্যে ১০ জন বিমান কর্মী রয়েছে।