Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

ডিসেম্বর ৭, ২০১৪, ০৫:৪৩ এএম


ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক আহত

 ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল আজীজ (৩২) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

রোববার ভোর ৪টার দিকে মিরপুর দুই নং স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। আব্দুল আজিজের গ্রামের বাড়ি বাগেরহাট সদরে। বর্তমানে তিনি মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় থাকেন।

আব্দুল আজিজ জানান, ভোরে বাগেরহাট থেকে ঢাকায় এসে সায়েদাবাদ বাস টার্মিনালে নামেন তিনি। সিএনজিযোগে মিরপুরের বাসায় যাওয়ার সময় দুই নং স্টেডিয়ামের পাশে কয়েকজন ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে তারা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মিরপুর হার্ড ফাউন্ডেশনে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

তার স্ত্রী রাবেয়া বেগম জানান, কুয়েতে যাওয়ার জন্য তার স্বামী গ্রামের বাড়ি গিয়েছিলেন টাকা জোগাড় করতে। ভোরে বাগেরহাট থেকে ঢাকায় আসলে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।