Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

তেঁতুলিয়ার সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

নভেম্বর ১৩, ২০১৯, ১১:৪০ এএম


তেঁতুলিয়ার সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। বুধবার গণভবনে এই পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছরের ২৪ জুলাই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদ্যুৎ কেন্দ্রটি। আজ এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ২০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে সিমপা সোলার পাওয়ার লিমিটেড। এ প্রতিষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশের প্যারাগন গ্রুপ ও জার্মানির সিম্বায়র সোলার সিয়াম। ২০১৭ সালের মার্চে বিদ্যুৎকেন্দ্রের দরপ্রস্তাব অনুমোদিত হয়। উৎপাদিত বিদ্যুৎ নির্ধারিত দামে কিনে নেবে সরকার। এরপর তা তেঁতুলিয়া ও পঞ্চগড়ে সরবরাহ করা হবে। প্রায় ২৬৮ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়া এলাকায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ করা হয়েছে। সেখানে প্যারাগন গ্রুপের মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাকুয়া ব্রিডার্স লিমিটেডের জায়গায় ২০১৮ সালের মে মাসে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। এমআর