হোমিওপ্যাথি চিকিৎসা আইন বাস্তবায়নের দাবি
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০১৯, ০৩:৩৬ পিএম

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রস্তাবিত হোমিওপ্যাথি চিকিৎসা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশান ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।
রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশান কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ শেখ মোঃ ইফতেখার উদ্দিন।
লিখিত বক্তব্যে জানানো হয়, সাম্প্রতিককালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত প্রস্তাবিত বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা আইন ২০১৯ এর খসড়ায় বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক সংগঠন ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অনুমোদিত ও সুপারিশকৃত আইনের কোন প্রতিফলন ঘটে নাই বরং বেশ কিছু ক্ষেত্রে প্রস্তাবিত ও সুপারিশকৃত আইনকে পাশ কাটিয়ে বিশেষ মহলের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। ফলে উক্ত প্রস্তাবিত আইনটি, ঠিক যেভাবে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক অনুমোদিত ও বাংলাদেশের হোমিওপ্যাথির স্বার্থে প্রণয়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
দাবিসমূহ নিম্নরুপ
১। ডিএইচএমএস সনদপ্রাপ্ত চিকিৎসকদের পূর্বের ন্যায় কনডেন্স কোর্সের মাধ্যমে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ দিয়ে তা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
২। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবিত ধারা-উপধারাসমূহ আইনে অন্তর্ভুক্ত করতে হবে।
৩। ডিএইচএমএস পাশকৃত চিকিৎসকদের সহকারী হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগের সুযোগ আইনের অন্তর্ভুক্ত করতে হবে।
৪। ১৯৮৩ এর অর্ডিন্যান্স ও ১৯৮৫ রেগুলেশনে ডিএইচএমএস চিকিৎসক, শিক্ষক ও ছাত্র- ছাত্রীদের উচ্চতর শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার বিধি-বিধান ও প্রবিধানের যে সুযোগ সুবিধা প্রদত্ত আছে কোন অবস্থাতেই নতুন আইনে বাদ দেয়া চলবে না।
৫। ডিএইচএমএস ও বিএইচএমএস রেজিস্টার্ড চিকিৎসকদের নামের পূর্বে ডাঃ (ডাক্তার) লেখার অধিকার বলবৎ রাখতে হবে।
৬। বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা শতভাগ করতে হবে।
৭। বোর্ড কর্তৃক অনুমোদিত ও সরকার কর্তৃক স্বীকৃত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহের শিক্ষক/চিকিৎসকদের বদলির বিধি বিধানের ব্যবস্থা রাখতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ডাঃ মোঃ কামারুজ্জামান ভূঞা, হোমেকশিস সাধারণ সম্পাদক বোর্ড সদস্য ডাঃ আশিষ শংকর নিয়োগী, হোমেকশিস কেন্দ্রীয় সহ - সাধারণ সম্পাদক বোর্ড সদস্য এস. এম. মিল্লাত হোসেন , হোমেকশিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বোর্ড সদস্য ডাঃ মোঃ কায়েম উদ্দিন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশান কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বোর্ড সদস্য ডাঃ মোঃ নজরুল ইসলাম সুমন, বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশান এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাইদুর রহমান কামাল,ডিএইচএমএস মাণ নির্ধারণ কমিটির সদস্য সচিব বোর্ড সদস্য ডাঃ এ কে এম ফজলুল হক সিদ্দিকী, বিডিডিএ সহ- সভাপতি বোর্ড সদস্য ডাঃ মোঃ ইমদাদুল হক, বিডিডিএ সহ-সভাপতি বোর্ড সদস্য ডাঃমোঃ আতাহার আলী, বিডিডিএ কেন্দ্রীয় নেতা ডাঃ এ. কে ঘোষ, ডাঃ মোঃ ফিরোজ প্রমুখ।
এর আগে সকাল ১১.০০ টায় উল্লেখিত দাবিসমূহের স্বপক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সারাদেশ থেকে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও জেলা থেকে হোমিওপ্যাথিক শিক্ষক, চিকিৎসকদের সমাগম ঘটে।
বিএইচ/আরআর