Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জমে উঠেছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার সমিতির নির্বাচন

মার্চ ১১, ২০১৫, ০২:০৪ পিএম


জমে উঠেছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার সমিতির নির্বাচন

 

বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার সমিতির নির্বাচন আগামী ১৫ মার্চ ও ১৬ মার্চ দু’দিনব্যাপী  অনুষ্ঠিত হবে। ২০১৫-২০১৬ বর্ষের কার্যকরী পরিষদের এই নির্বাচনে ১৪টি পদে প্রায় ৫ হাজার ১শত ২৯ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ওই নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি ঐক্য জোটের  নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট খান্দকার মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন ( খোকন) । আওয়ামীপন্থি সাদা প্যানেলে সভাপতি পদে  মোহাম্মদ ইউসুফ হুমায়ুন এবং সাধারণ সম্পাদক পদে মমতাজ আহমেদ (মেহেদি) মনোনয়ন পেয়েছেন। নীল প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এএসএম মোকতার কবির খান ও মো. আব্দুল জব্বার ভূঁইয়া, , ট্রেজারার পদে,মিসেস.সৈকত আরা বেগম (দুলালী), সহ-সাধারণ সম্পাদক পদে মাজেদুল ইসলাম পাটোয়ারী (উজ্জাল)ও মো. ইউসুফ আলী মনোনয়ন পেয়েছেন।

 অন্যদিকে সাদা প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবুল খায়েরও মো.তাহেরুল ইসলাম, ট্রেজারার পদে  মো. আমিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো.দোলয়ার মোস্তফা চৌধুরী (মধু),ও মো.সুজা-আল-ফারুক মনোনয়ন পেয়েছেন। সদস্য পদে নীল প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মির্জা আল মোহাম্মদ,মো.আনোয়ারুল ইসলাম শাহিন, মো.ফাইজুর রহমান, মো.জসিম সরকার,মো.নাসির উদ্দিন খান (সম্রাট),রেজাউল করিম, শামিমা সুলতানা (দীপ্তি)।

উল্লেখ্য, সাদা প্যানেলের ১৪ প্রার্থীর মধ্যে একজন মাত্র সদস্য পদ ছাড়া সভাপতিসহ সম্পাদকীয় পদের সকল প্রার্থী গত নির্বাচনে পরাজিত হয়েছিলেন। সদস্য পদে সাদা প্যানেলে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাস গুপ্তা , খান মোহাম্মদ শামিম আজিজ,মহিউদ্দিন শামিম,মো,আব্দুল আজিজ মিয়া(মিন্টু), মো.হাবিবুর রহমান(হাবিব), সাবিহা ইয়াসমিন(সাবিহা ইসলম)।

এই নির্বাচনে জয়ী হতে উভয় প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছেন। লিফলেট ও কার্ড বিতরণ ছাড়াও এসএমএস পাঠিয়ে জোর প্রচারণা চলছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার কোন কোন প্রার্থীর পক্ষে ফোন করে ভোট চাচ্ছেন।

এ নির্বাচন সম্পর্কে ব্যারিস্টার এহসানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ নির্বাচন সংসদ নির্বাচনের চেয়ে কোন অংশে কম নয়,কারণ এখানের প্রত্যেক জেলার  আইনজীবী  যারা সুপ্রীম কোর্ট বার সমিতির সদস্য তারা এ নির্বচনে ভোট দিতে পারবেন এবং তারা সকল বিষয়ে সচেতন। বর্তমান ঢাকার বারের সহ-সম্পাদক আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, এ নির্বাচনে তাদের দলের প্যানেলের সকলেই জয়ই হলে এটা জাতীয় রাজনীতিতে প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০১৪ ও ২০১৫ বর্ষের নির্বাচনে বিএনপি দলীয় নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ১ টি সদস্য পদে জয়ী হয়েছিল।