Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

মার্চ ১৭, ২০১৫, ০৫:০৬ এএম


জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিনের শুরুতে মঙ্গলবার (১৭ মার্চ) তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনতা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৭টা থেকে এ শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের ‍সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মহীউদ্দিন খান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদনের পর শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করে সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। তারপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবন ছেড়ে গেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় বঙ্গবন্ধু ভবনের সম্মুখসহ ধানমন্ডি ৩২ নম্বরে জনতার ঢল নামে।

জাতির জনকের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানাতে থাকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং সর্বস্তরের জনতারও।

 ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তার সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।