Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সাঈদ খোকন-মির্জা আব্বাস বৈধ প্রার্থী

এপ্রিল ১, ২০১৫, ০৮:২৮ এএম


সাঈদ খোকন-মির্জা আব্বাস বৈধ প্রার্থী

 ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণে যাচাই বাছাইয়ের পর মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা।

যদিও আরেক বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বুধবার সকাল থেকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।

উল্লেখ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া কাউন্সিলর প্রার্থী হিসেবে ৬৩২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫৩ জন জমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, বিএনপি নেতা মির্জা আব্বাস, মো. আব্দুস সালাম, মো. নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু, এএম আসাদুজ্জামান রিপন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকন, মশিউর রহমান, মো. আকতারুজ্জামান, মো. আব্দুল খালেক, মো. জাহিদুর রহমান, আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন, মো. বাহারানে সুলতান বাহার, এএসএম আকরাম, মো. শহীদুল ইসলাম, মো. বাবুল সরদার চাখারী, মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, মো. আবদুর রহমান, শাহীন খান, দিলীপ ভদ্র্র, মোহাম্মদ সাইফুদ্দিন, বজলুর রশীদ ফিরোজ, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মো. ইমতিয়াজ আলম, মো. গোলাম মাওলা রনি, মো. রেজাউল করিম চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব হুসেন ও কাজী আবুল বাশার।