Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মৃত্যু হয় জিহাদের

ডিসেম্বর ২৭, ২০১৪, ১১:৫৭ এএম


উদ্ধারের কয়েক ঘণ্টা আগে মৃত্যু হয় জিহাদের

উদ্ধারের পর শিশু জিহাদ। ছবি-লুৎফর রহমান খাঁনঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এ কে এম নিয়াজ মোর্শেদ বলছেন, শিশু জিহাদকে উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে সে বিষয়ে তিনি বলছেন, তার জন্য অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য।

তিনি আরও বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।

শনিবার বিকেলে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের এসব কথা জানান নিয়াজ মোর্শেদ।

এর আগে প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান, কয়েক দফা নাটকীয়তার পর উদ্ধার করা হয় শিশু জিহাদকে। তারপর ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নিয়াজ মোর্শেদ জানান, বিকেল সাড়ে ৩টায় শিশুটিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায় শিশুটি মৃত।

এদিকে শিশু জিহাদকে জীবিত উদ্ধার করতে না পারার প্রতিবাদে ঢামেক হাসপাতালে মিছিল করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।