Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

এবার পাহাড়ি গান নিয়ে কাজী সোমা

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২১, ১০:৫০ পিএম


এবার পাহাড়ি গান নিয়ে কাজী সোমা

গেলো বছর ১৭ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয় শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কাজী সোমার প্রথম মৌলিক গান ‘বাবুয়া বাবুয়া’। এরই মধ্যে গানটি ৫০ হাজারেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। প্রথম মৌলিক গান হিসেবে ভিউয়ার্সের দিক দিয়ে কাজী সোমা সন্তুষ্ট। তার বিশ্বাস ধীরে ধীরে গানটি দেশের আনাচে-কানাচে পৌঁছে যাবে এবং দিনদিন এই গানের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে এরই মধ্যে কাজী সোমা নতুন আরো একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। এবারই প্রথম তিনি একটি পাহাড়ি গান গাইলেন। গানের কথা হচ্ছে ‘তুই পাহাড় হই ঠাঁই দিও’।

গানটি লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর সঙ্গীত করেছেন মো. সেলিম। কাজী সোমা জানান আগামী কিছুদিনের মধ্যেই সিলেটের পাহাড়িয়া এলাকায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ইউসুফ খান। তবে গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে তা এখনো নিশ্চিত নয় বলে জানান কাজী সোমা।

প্রথমবারের মতো পাহাড়ি গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘এর আগে এ ধরনের গান খুব কম করা হয়েছে। দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোতে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ম্যাডামের গান গাওয়ারই অনুরোধ বেশি আসতো। পাহাড়িয়া গানের অনুরোধ খুব কমই আসতো। যে কারণে আমার ইচ্ছে ছিলো একটি পাহাড়ি গান গাওয়ার। সেই ভাবনা থেকেই মূলত এই গানটি গাওয়া। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিন মাসহ পরিবারের সবার সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবেন বলে জানিয়েছেন। গানে কাজী সোমার অনুপ্রেরণা উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা, সুরকার রুনা লায়লা। ছোটবেলা থেকে তাকেই গানের অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন।

তবে আজ পর্যন্ত রুনা লায়লার সঙ্গে তার দেখা হয়নি। প্রবল ইচ্ছে তার রুনা লায়লার সঙ্গে দেখা করার। কাজী সোমার ইচ্ছে আছে গানে নিজেকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য ওস্তাদ সঞ্জীব চৌধুরী কিংবা সুজিত মোস্তফার কাছে গান শেখার।