Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

একই নায়কের বিপরীতে হোমায়রা হিমু

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:৩০ পিএম


একই নায়কের বিপরীতে হোমায়রা হিমু

শাহ আলম কিরণের পরিচালনায় ‘উকিল ডেকেছিলো’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় প্রবেশ ঘটে এম এ সালাম সুমনের। সে নাটকে তার বিপরীতে ছিলেন হোমায়রা হিমু। দীর্ঘ এক দশক পর আবারো হিমু সেই একই নায়কের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘তবু্ও হাসতে হয়’।

নাটকটি রচনা করেছেন অপূর্ব আমিন এবং পরিচালনা করেছেন রেজা মাহমুদ। নাটকটি আজ রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে। মাঝখানে বেশ কয়েক বছর বিরতিতে থেকে আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠার চেষ্টা করছেন সুমন। যে কারণে এখন তিনি নিয়মিত খণ্ড নাটকে এবং ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

‘তবু্ও হাসতে হয়’ নাটকে অভিনয় প্রসঙ্গে সুমন বলেন,‘ সত্যি বলতে কী, ছোটবেলা থেকেই প্রচণ্ড ভালোবাসি অভিনয়। যে কারণে মাঝে অভিনয়ে বিরতিতে থাকলেও আবারো প্রাণের টানে অভিনয়ের দুনিয়ায় ফিরে আসা। এখন আগের চেয়ে অভিনয় অনেক বেশি উপভোগ করছি। নির্মাতা, সহশিল্পীসহ প্রত্যেকেই আমাকে ভীষণ সহযোগিতা করছেন। তবুও হাসতে হয় নাটকটির গল্প খুব চমৎকার। অনেক দিন পর হিমুর সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লাগলো। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

হোমায়রা হিমু বলেন, ‘সুমনের সঙ্গে ১০ বছর আগে কাজ করেছিলাম। সময় এতো দ্রুত চলে যায় যে, সুমনের সঙ্গে কাজ করে আবারো তা উপলব্ধি করলাম। সুমন অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। যে কারণে ‘তবুও হাসতে হয়’ নাটকটিও ভালো হয়েছে।’

এদিকে মায়ের মৃত্যুর পর স্বাভাবিক জীবনে ফিরতে এখনো অনেক কষ্ট হচ্ছে হিমুর। তারপরও হিমু চেষ্টা করছেন নাটকে নিয়মিত অভিনয় করতে। অন্যদিক সুমন এরই মধ্যে প্রথমবারের মতো সজীব মাহমুদের নির্দেশনায় ধারাবাহিকে অভিনয় করেছেন। নাম ‘হৈ চৈ ডটকম’। সুমন অভিনীত অন্যান্য নাটকের মধ্যে রয়েছে অপূর্ব আমিনের ‘পালোয়ান বিবি’,‘ কপাল’, ‘যুগল’।

এসব নাটকে তার সহশিল্পী ছিলেন প্রকৃতি। হিমু এরই মধ্যে শেষ করেছেন বিটিভির নাটক ‘গিনেজ বুকে নাম’। এ নাটকে হিমুর সঙ্গে ছিলো জ্যোতিকা জ্যোতি। মাকে হারানোর পর নজরুল ইসলাম রাজুর পরিচালিনায় ‘বাকের খনি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে হিমু অভিনয়ে ফেরেন।