Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘জয় বাংলা’র শুটিং শুরু

বিনোদন প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৮:০০ পিএম


‘জয় বাংলা’র শুটিং শুরু

গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা জাহারা মিতু অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘জয়বাংলা’র শুটিং।  প্রথম দিনেই ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, সপ্তাহ খানেক চলবে প্রথম লটের এই শুটিং। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুবাইলে সিনেমাটির শুটিং হবে।

চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো একজন নির্মাতার ছবিতে অভিনয় করতে পারা সত্যিই গর্বের। জয় বাংলা ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা। এতে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। এমন ঐতিহাসিক সিনেমায় অভিনয় করতে পারছি—এটা আমার জীবনের বড় পাওয়া। আমি সামনেও চেষ্টা করবো আরও ভালো ভালো ছবিতে অভিনয় করতে।’

চিত্রনায়িকা জাহারা মিতু বলেন, ‘১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১ সালের বিজয় নিয়ে সিনেমার গল্প। ওই সময়ে রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিভিন্ন দিক পর্দায় তুলে ধরা হচ্ছে। আমি কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করছি। পর্দায় দেশপ্রেম ফুটে উঠবে।’ লেখক ও গবেষক মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ‘টুঙ্গিপাড়া’ চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন মিঠু শিকদার।