Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

আপাতত শেষ হলো ‘ভাঙ্গন’

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২১, ০৬:০০ পিএম


 আপাতত শেষ হলো ‘ভাঙ্গন’

সরকারি অনুদানে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় সেপ্টেম্বর মাসের শুরুতে শুরু হয়েছিলো ‘ভাঙ্গন’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করছেন নন্দিত ও গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু, প্রিয়দর্শিনী মৌসুমী ও ভার্সেটাইল অভিনেতা প্রাণ রায়।

এরই মধ্যে সিনেমার বেশিরভাগ অংশের কাজ আপাতত শেষ হয়েছে। দু’একদিনের মধ্যে মৌসুমী আমেরিকা যাচ্ছেন। আমেরিকা থেকে ফিরে আসার পর আবারো তিনি এ সিনেমার কাজে অংশ নেবেন বলে জানালেন নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। মোহন গায়েনের ‘বাঁশি’ ছোটগল্পের ছায়া অবলম্বনে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙ্গন’। এর সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে গতকাল মুঠোফোনে পূবাইল থেকে ফজলুর রহমান বাবু তার অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ভাঙ্গন সিনেমার গল্পটা খুব ভালো। ঠিকঠাক মতো সবকিছু শেষ হলে আশা করা যাচ্ছে ভালো একটি সিনেমা হবে। আমরা প্রত্যেকেই সিনেমাটিতে বেশ আন্তরিকতা নিয়েই কাজ করেছি। মৌসুমী আমার সঙ্গে এর আগে নাটকে অভিনয় করেছিলো।

এবারই তার সঙ্গে কোনো সিনেমায় একসঙ্গে কাজ করা। সত্যি বলতে কি, মৌসুমী তো একজন পরীক্ষিত অভিনেত্রী। তার অভিনয় নিয়ে বেশি কিছু বলার নেই। নিঃসন্দেহে মৌসুমী একজন গুণী অভিনেত্রী।’

প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘ভাঙ্গন সিনেমার গল্পটাই আসলে প্রাণ। রাশেদা আপা, বাবু ভাই, প্রাণসহ আরো যারা অভিনয় করেছেন, প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে ভালো করার চেষ্টা করেছেন। মির্জা সাখাওয়াৎ হোসেন ভাইও চেষ্টা করেছেন ভালোভাবে কাজটি করতে। আমিও খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’

প্রাণ রায় বলেন, ‘একটি কথা আজ বলার সুযোগ হলো যে, প্রিয় শিল্পী মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি আসলে কতবার যে সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, তার হিসাব নেই।’