Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ২৬ শ্রাবণ ১৪২৯

বিয়ের পিঁড়িতে মৌনী রায়

নভেম্বর ৩০, ২০২১, ০৮:০৫ পিএম


 বিয়ের পিঁড়িতে মৌনী রায়

ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন ভারতীয় অভিনেত্রী মৌনী রায়। তবুও গুজব তার পিছু ছাড়েনি। নায়িকার জীবন ও সম্পর্ক নিয়ে এর আগে গুঞ্জন রটেছে। এবার শোনা যাচ্ছে, দুবাই প্রবাসী প্রেমিক সুরজ নাম্বিয়ারকে বিয়ে করতে যাচ্ছেন মৌনী। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিয়ে করছেন মৌনী। ২৬ জানুয়ারি প্রি-ওয়েডিং কিছু অনুষ্ঠান রয়েছে। বিয়ের আসর বসবে ইতালি অথবা দুবাইতে— জানিয়েছেন মৌনীর আত্মীয়রা। তারাই সংবাদমাধ্যমের কাছে মৌনীর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। 

তবে শুধু বিদেশেই নয়, ভারতেও হবে বিয়ের অনুষ্ঠান। তাও আবার বাংলাতেই, মৌনীর বাড়ি কোচবিহারে। বিয়ের পর রিসিপশনেরও আয়োজন করা হয়েছে। এদিকে বিয়ের খবর প্রকাশ্যে এলেও মৌনী ও সুরজকে খুব কমই একসঙ্গে দেখা গেছে। 

তবে একবার মৌনী তার পোষ্য সারমেয় ও সুরজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘দুজনেই আমার। আই লাভ ইউ।’ এ বছরের প্রথম দিকে মন্দিরা বেদীর বাড়িতে সুরজের সঙ্গে দেখা করেছিলেন মৌনীর মা ও বাবা। তাই আন্দাজ করাই যাচ্ছে বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। 

মূলত হিন্দি টেলিভিশন থেকে মুম্বাইয়ে অভিনয় শুরু করেছিলেন মৌনী। এরপর বড়পর্দায় জায়গা করে নেন। কিঁউকি সাঁস ভি কভি বহু থি ধারাবাহিক তার প্রথম কাজ। এরপর নাগিন,  দো সহেলিয়া-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। মৌনী বড়পর্দায় কেজিএফ, রোমিও আকবর ওয়াল্টার-এ অভিনয় করেছেন।