Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সংগ্রামী নিথর মাহবুব

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২২, ০৮:৪০ পিএম


সংগ্রামী নিথর মাহবুব

নিথর মাহবুব একজন মুকাভিনেতা। টিভি নাটকেও তিনি এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। সবমিলিয়ে জীবনের এই সময়টা তার কাছে সবচেয়ে বেশি উপভোগ্য। কারণ কখনো তিনি মঞ্চে, কখনো টিভি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকেন নিথর। আজকের নিথর মাহবুব হয়ে ওঠার ক্ষেত্রে যেন সংগ্রামটাই বেশি করতে হয়েছে তাকে। 

নিথর মাহবুব মনে করেন, সংগ্রাম ছাড়া একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়। অভিনেতা পরিচয়ের বাইরে এবার নাট্যকার হিসেবেও যাত্রা শুরু হলো তার। বাচিক শিল্পের সংগঠন কণ্ঠশীলনের মীর বরকতের নির্দেশনায় মঞ্চে এসেছে তার লেখা নাটক ‘মুদ্রা-গ্রহণ’। এটি মঞ্চে আসা তার প্রথম নাটক। 

নিথর মাহবুব বলেন, ‘মঞ্চ নাটক দিয়ে আমার নাট্যকার হিসেবে যাত্রা শুরু হলো, তাও আবার বছরের প্রথম দিনে। সত্যিই এটা পরম ভালোলাগার বিষয়। এখন থেকে নিয়মিত মঞ্চ ও টিভির জন্য নাটক লিখব। আশা করি নাট্যকার হিসেবেও আমার চলার পথটা সুগম হবে। 

ধন্যবাদ কণ্ঠশীলনের সবাইকে, কারণ তাদের কারণেই আমার নাট্যকার হিসেবে যাত্রা শুরু হলো।’