Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ভালোবাসা দিবসে ‘মেঘদূত’

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২২, ০৩:৩০ এএম


ভালোবাসা দিবসে ‘মেঘদূত’

বাংলাদেশের গানের প্রাণের মানুষ, বাংলাদেশের গানের চিরসবুজ তারকা সংগীতশিল্পী, বাংলাদেশের গানের অন্যতম একজন ধারক কুমার বিশ্বজিৎ। এখনো তার গাওয়া নতুন গানের প্রতি শ্রোতা-দর্শকের যেমন আগ্রহ রয়েছে, রয়েছে ভালোলাগা, ভালোবাসা। 

ঠিক তেমনি স্টেজ শোতেও এখনো অনবদ্য তিনি। এখনো স্টেজ শোগুলোতে তার গানে দর্শক হুমড়ি খেয়ে পড়েন। শ্রোতা-দর্শকের কথা ভেবেই কুমার বিশ্বজিৎ তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘গান ছবি এন্টারটেইনম্যান্ট’র জন্য ভালোবাসা দিবসে নিয়ে আসছেন নতুন গান ‘মেঘদূত’। 

গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। এরই মধ্যে গানটির কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি নতুন সিটিতে গানটির বাকি অংশের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 

গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা দেশের সবাইকে। গানটি করা হয়েছে বেশ কিছুদিন আগে। কিন্তু করোনার কারণে মিউজিক ভিডিওর শুটিং করা হয়ে ওঠেনি। ভালোবাসা দিবস সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এর কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আহমেদ রাজীব চট্টগ্রামের ছেলে। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।’ 

কুমার বিশ্বজিৎ জানান, ভালোবাসা দিবসের এক সপ্তাহ আগেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। এদিকে শিগগিরই প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই। তার শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সংগীত জীবন বইটিতে প্রকাশ পাবে। বইটি লিখেছেন জয় শাহরিয়ার।