Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

একই মঞ্চে পিতা-পুত্র সঙ্গে প্রধান তিন বিচারক

বিনোদন প্রতিবেদক 

জানুয়ারি ১৪, ২০২২, ০৭:১০ পিএম


একই মঞ্চে পিতা-পুত্র সঙ্গে প্রধান তিন বিচারক

নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার-গলা ছেড়ে গাও’ আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। নতুন নতুন শিল্পীর বিভিন্ন ধরনের গানে পারদর্শিতা দেখার জন্য ভিন্ন ভিন্ন পর্বের আয়োজন করা হয়। এবার উচ্চাঙ্গ সংগীতের একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে।

আর এ আয়োজনে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ ও নজরুল সংগীতশিল্পী, প্রশিক্ষক, সুরকার-সংগীত পরিচালক ওস্তাদ ইয়াকুব আলী খান। একই রিয়েলিটি শোতে একজন গ্রুমার হিসেবে কাজ করছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের বড় ছেলে সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। 

গেল বুধবার উচ্চাঙ্গ সংগীতের বিশেষ পর্বের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সোহাগ মাসুদের প্রযোজনায়, ইমতু রাতিশ ও লাবণ্যর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান তিন বিচারক ছিলেন ইবরার টিপু, প্রতীক হাসান ও সাবরিনা পড়শী। উচ্চাঙ্গ সংগীতের বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন স্বর্গ, রেশমা, রাইসা, লিমন, মাহি, পূজা, মেঘলা, ইপা, আমিরা ও লামি। প্রথমবারের মতো এ ধরনের বড় কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে শিল্পীদের গায়কীর বিচারকার্য সম্পন্ন করেছেন ওস্তাদ ইয়াকুব আলী খান। 

তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এটাকে আমি বলব সেমি-ক্ল্যাসিক্যাল পর্ব। যারা সেরা দশ হয়েছে, তাদের গান মন দিয়ে শুনেছি। সবার গান ভালো লেগেছে— এমনটি নয়। তবে বেশ কয়েকজন ভীষণ প্রমিজিং, তারা খুব ভালো করেছে। তারা যদি ভবিষ্যতে আন্তরিকভাবে গানের সাথে সম্পৃক্ত থেকে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে হয়। অনেকেই কেঁদে কেঁদে বিদায় নিয়েছে, যদিও তা অনেক কষ্টের। তবে তারাও যেন আগামীতে নিজেদের এই চেষ্টা অব্যাহত রাখে। আরটিভি কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য সাধুবাদ জানাই। ধন্যবাদ অনুষ্ঠানের প্রযোজক সোহাগ মাসুদকে।’ 

ইউসুফ বলেন, ‘এরই মধ্যে ইয়াং স্টার ভীষণ সাড়া ফেলেছে। যে তিনজন প্রধান বিচারক হিসেবে আছেন, তিনজনই আমার ভীষণ প্রিয়। সেরা ২৬ থেকে শিল্পীদের গ্রুমার হিসেবে আমি আছি। এখন সেরা দশ আছে। প্রত্যেকেই খুব ভালো গাইছে। আর প্রজেক্টের ডিরেক্টর হিসেবে আমাদের সবার প্রিয় সোহাগ মাসুদ ভাই অনেক সহযোগিতা করেছেন আমাকে, তিনি একজন নির্ভীক এবং সৎ মানুষ।’ 

আরটিভির আশিক স্যার’সহ প্রত্যেককেই ধন্যবাদ। ইয়াং স্টার’র সবার জন্য অনেক শুভ কামনা।’ সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার আরটিভি’তে রাত আটটায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে।