Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

‘চলচ্চিত্র শিল্পের সংকট সমাধানে কাজ করব’

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৮:৪৫ পিএম


‘চলচ্চিত্র শিল্পের সংকট সমাধানে কাজ করব’

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এবার তিনি সভাপতি পদে লড়াই করছেন। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে নায়কের বিপরীতে একই পদের জন্য লড়ছেন খলঅভিনেতা মিশা সওদাগর। 

ইলিয়াস কাঞ্চন মনে করেন, নতুন করে তার চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে চান। বিজয়ী হলে সরকারের সহায়তা নিয়ে দেশি চলচ্চিত্রের বর্তমান সংকট দূর করার চেষ্টা করবেন তিনি। 

আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘটনার কথা উল্লেখ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার আসলে নির্বাচনে আসার কথা ছিল না। নিরাপদ সড়ক চাই ও অন্যান্য কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত সময় পার করি। এ দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে। চলচ্চিত্রের মানুষরাও আমাকে অনেক ভালোবাসে। কাজেই এখান থেকে নতুন করে চাওয়া-পাওয়া বা সম্মান বাড়ারও কিছু নেই।’ 

একটু দম নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’-এর (নিসচা) চেয়ারম্যান আরও বলেন, ‘আমার প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বেশ কদিন আমার কাছে এসেছেন। সভাপতি পদে নির্বাচন করার কথা বলেছেন। নিপুণের সঙ্গে চলচ্চিত্রের নানা বিষয়ে কথা হয়েছে। কথাগুলো আমার খুব মনে ধরেছে, নেতৃত্বের একটা পরিবর্তন আসা দরকার। তাই নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ 

এবারের নির্বাচনে জয়ী হলে আপনি কী কী কাজ করবেন— এমন প্রশ্নের জবাবে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত এই অভিনেতা বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে আজকের যে সংকট, তা একদিনে হয়নি। সংকট মোকাবিলার জন্য সবাইকে একত্রিত হয় কাজ করতে হবে। জয়ী হতে পারলে সরকারের কাছে প্রণোদনা চাইব। সেই প্রণোদনা দিয়ে সিনেমার উন্নয়নে কাজ করব।’