Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

তারকায় মুখর এফডিসি

বিনোদন প্রতিবেদক 

জানুয়ারি ১৭, ২০২২, ০৮:৩০ পিএম


তারকায় মুখর এফডিসি

বছরজুড়ে নীরব থাকা এফডিসি এখন প্রাণ ফিরে পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সিনেমার এই আঙিনা তারকাদের উপস্থিতিতে মুখর থাকে দিনের বেশিরভাগ সময়। নির্বাচনি প্রচারে এখন চলচ্চিত্র শিল্পীদের আনাগোনা আগের তুলনায় অনেক বেশি। 

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবার দুটি প্যানেলে নির্বাচন হতে যাচ্ছে। একটি ‘ইলিয়াস কাঞ্চন-নিপুণ’ ও অন্যটি ‘মিশা-জায়েদ’ প্যানেল। এফডিসিতে ভিন্ন সময়ের পর্যবেক্ষণে বোঝা যাচ্ছে যে, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 

তবে অনেকেরই ধারণা, এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল জয়ী হতে পারে। কেউ কেউ আবার এগিয়ে রাখছেন ‘মিশা-জায়েদ’ প্যানেলকেও। 

গতকাল দুপুরে শিল্পী সমিতির এক কোণে দাঁড়িয়ে গল্প করছিলেন চিত্রনায়ক রিয়াজ, নিরব, চিত্রনায়িকা শাহনূর, খল-অভিনেতা ডন। সেখানে হঠাৎ তাদের মুখোমুখি হন মিশা সওদাগর। রিয়াজ ও মিশা সওদাগর বেশ হাস্যোজ্জ্বল সময় কাটান। এ সময় দুই প্যানেলের অনেকেই তাদের ঘিরে উপস্থিত ছিলেন। সে সময় ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির অফিসের সামনে বসে নিজের প্যানেলের জন্য ভোটারদের সঙ্গে কথা বলেন। 

রিয়াজ তখন মিশা সওদাগরকে উদ্দেশ করে বলেন, ‘ভাইজান, আমাদের দিকে একটু খেয়াল রাইখেন।’ 

প্রত্যুত্তরে মিশা সওদাগর বলেন, ‘আমরা সবাই শিল্পী। প্রত্যেকেই প্রত্যেকের পাশে আছি, থাকব।’ দুপুর গড়িয়ে বিকালে শিল্পী সমিতি প্রাঙ্গণে আসেন নিপুণ। তাকে ঘিরেই তখন জমে ওঠে আড্ডা। প্রত্যেক শিল্পীর সঙ্গেই নিপুণ ভীষণ আন্তরিকতা নিয়ে কথা বলেন।

পাশে থাকা শাহনূর বলেন, ‘শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই। শিল্পী সমিতি আমার আরেকটি পরিবার, এ পরিবারের প্রত্যেকের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।’ এবারের নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে ভীষণ উত্তেজনা বিরাজ করছে। তবে একটা বিষয় স্পষ্ট যে, অধিকাংশ শিল্পীই নতুন নেতৃত্ব চান। শিল্পী সমিতি সবার সমিতি, তাই এই সমিতি যেন সবার ভালোবাসার জায়গা হয়, আস্থার জায়গা হয়— সে প্রত্যাশা নিয়েই শিল্পীরা ভোট দেবেন।