Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা

ফেব্রুয়ারি ১৩, ২০১৬, ০৪:০৭ এএম


প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে ঠিক করায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নাজমা আক্তার (১৮) নামে এক তরুণী।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাজমার বাবা সংবাদ মাধ্যমকে জানান, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সে একজনকে ভালোবাসতো। বিয়ের বিষয়টি মেনে নিতে পারেনি তার মেয়ে। এ কারণেই তাদের ওপর অভিমান আত্মহত্যা করেছে নাজমা।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম সংবাদ মাধ্যমকে জানান, জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি আনতে না পারলে‍ শনিবার লাশ ময়না তদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।