Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

১১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ২, ২০১৫, ১১:৪৪ এএম


১১ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু


মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় লাইনচ্যুত বগি উদ্ধার করার পর ঢাকা-চট্টগ্রাম রেল লাইন প্রায় ১১ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মুরাদ হোসেন। তবে একটি লাইন দিয়ে চলছে ট্রেন।

এর আগে সোমবার ভোর ৪টার দিকে বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পেন্ডল ক্লিপ খুলে নেয়ার ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনচালকসহ দুইজন আহত হন। বন্ধ হয়ে যায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

এদিকে ট্রেনের দুই বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল ও চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটির তিন সদস্য হলো- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) তৌহিদুর রহমান, বিভাগীয় প্রকৌশলী-১ আবিদুর রহমান ও ডিএসটি সাকির হোসেন।