Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কৃষি বিষয়ক সংবাদ প্রকাশে সম্মাননা পেলেন মাগুরার সাংবাদিক রক্সী খান

ফেব্রুয়ারি ৫, ২০১৫, ১০:১২ এএম


কৃষি বিষয়ক সংবাদ প্রকাশে সম্মাননা পেলেন মাগুরার সাংবাদিক রক্সী খান

 

স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কৃষি অর্থনীতি শীর্ষক কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদন তৈরী করায়  'দৈনিক আমার সংবাদ' পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি রক্সী খান সম্মাননা পাওয়ার গৌরব অর্জন করেছে।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, সম্মামনা ক্রেষ্ট প্রদান করেণ।

 নতুন ধারা ফাউন্ডেশন আয়োজিত এ সম্মামনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন ড. আখতারুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেকেন্দার আলী, নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামিম আহম্মেদ।

প্রধান অতিথি শিল্প মন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সমাজের সৃজনশীল ব্যক্তিত্বের অধিকারী মানুষেরা এ পেশায় জড়িত। সমাজ জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ইতিবাচক ও নীতিবাচক প্রবাহের উপর সাংবাদিকরা লিখে থাকেন।

 বর্তমান সরকার শুধু মুক্ত গণমাধ্যমের পক্ষে নয়, সাংবাদিকবান্ধবও। সাংবাদিকদের কল্যাণে আমাদের সরকার ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করেছে। সাংবাদিক সহায়তা ভাতা অনুমোদন নীতিমালা ২০১২ প্রণয়ন করেছে বর্তমান সরকার। সম্মাননা ক্রেষ্ট পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে মাগুরা জেলার বিভিন্ন সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।