Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বরগুনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

ফেব্রুয়ারি ১৪, ২০১৫, ০৫:৪১ এএম


বরগুনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

 

বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'ডাকাত সর্দার' নিহত হয়েছেন।
 
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের এ ঘটনায় নিহত মোজাম্মেল পটুয়াখালী জেলার বড় বিগাই ইউনিয়নের কাঞ্চন হাওলাদারের ছেলে।
 
এসময় আমতলী থানার এসআই  সৈয়দ মোজাম্মেলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ আটক হয়েছেন ডাকত দলের ছয় সদস্য।
 
ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, সাত রাউন্ড গুলিসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
আমতলী থানার ওসি সুকুমার রায় সমকারকে জানান,শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামের জনৈক আমজাদ প্যাদার একটি পরিত্যক্ত ঘরে ডাকাতি করার জন্যে জড়ো হচ্ছিল কয়েকজন। গোপন সংবাদে সেখানে অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
 
তিনি জানান, এক পর্যায়ে ডাকাত সর্দার মোজাম্মেল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার  বিরুদ্ধে হত্যা,ডাকাতি,নারী নির্যাতনসহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে।
 
পুলিশ জানায়, এ ঘটনায় আটক ডাকাতরা হলো-জহিরুল, আনছার, নাসির, মাসুম, হানিফ এবং বাচ্চু। তাদের বাড়ী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।