Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

পুলিশের হাত থেকে পালাতে গিয়ে শিবিরকর্মী গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ১৮, ২০১৫, ১০:৪৯ এএম


পুলিশের হাত থেকে পালাতে গিয়ে শিবিরকর্মী গুলিবিদ্ধ

রাজশাহীতে পুলিশের পিকআপভ্যান থেকে পালাতে গিয়ে জনি নামের এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল রেজাউল ইসলাম আহত হয়েছেন।

 মঙ্গলবার রাত দুইটার দিকে নগরীর তেরখাদিয়ার ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার বেলা একটার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারি কমিশনার ইফতে খায়ের আলম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর বিনোদপুর এলাকা থেকে শিবিরকর্মী জনিকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে রাত দুইটার দিকে তাকে সঙ্গে নিয়ে তেরখাদিয়া এলাকায় অভিযানে গেলে শিবিরকর্মীরা পুলিশের গাড়িতে ককটেল হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় জনি পিকআপভ্যান থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন।

ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। শিবিরকর্মীদের ছোড়া ককটেলের স্প্রিন্টারে রেজাউল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের অর্থপেডিক সাজার্রি বিভাগের ইউনিট প্রধান আলমগীর হোসেন জানান, আহত জনির বাম পায়ে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত।