Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত

মার্চ ৫, ২০১৫, ০৬:৩৬ এএম


ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেস লাইনচ্যুত

নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রেনটির ছয়টি বগির চাকা লাইন থেকে সরে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেলা সাড়ে ১১টার উদ্ধার কাজ শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

ট্রেনের যাত্রী আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান ও আখাউড়ার দলিল লেখক বাদল আহম্মেদ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর ট্রেনটি খুব ধীরগতিতে চলছিল। হঠাৎ শব্দ করে ট্রেনটি থেমে যায়।

এ সময় অনেকেই লাফিয়ে পড়লেও কেউ হতাহত হননি। আখাউড়া রেলওযে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর তাঁরা পেয়েছেন। উদ্ধারকারী ট্রেন নিয়ে তাঁরা কিছুক্ষণের মধ্যে রওয়ানা হবেন।

উদ্ধার কাজে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কেননা, বিকল্প লাইন দিয়ে ট্রেন চালানো যাবে।