Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শাহ আমানতে ৯০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

মার্চ ২০, ২০১৫, ০৯:২২ এএম


শাহ আমানতে ৯০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাহাঙ্গীর আলম (৩১) নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ সময় তাকে আটক করা হয়।

জাহাঙ্গীর সাতকানিয়ার চরতি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন ফয়সাল জানান, শুক্রবার বেলা ১১টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য ৯০ লাখ টাকা।

তিনি জানান, স্বর্ণের বারগুলো জাহাঙ্গীর আলমের জুতার মোজার মধ্যে লুকানো ছিল। প্রতি মোজায় ৮টি করে ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ তোলা। মোট ওজন দুই কেজি।

ফয়সাল জানান, জাহাঙ্গীর সকালে এয়ার এ্যারাবিয়ার জি-৯ বিমানে করে চট্টগ্রামে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চোরাচালান আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।